গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে প্রতিদিনই হচ্ছে নতুন নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুতে ভেঙেছে আগের সব মাইল-ফলক।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কিছুটা কমেছে। এদিন শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন। অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। জেলা পর্যায়ে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ৬৪ জন সিনিয়র সচিব ও সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন। যাতে করে করোনার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সহজ হয়।