গত ২৪ ঘন্টায় দেশের কয়েকটি অঞ্চলে ৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ০৭:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘণ্টায় হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চট্টগ্রাম, দিনাজপুর, নোয়াখালী, বরগুনা, শরীয়তপুর, নড়াইল, গোপালগঞ্জ, সাভার ও জয়পুরহাটসহ ১৩ জেলায় ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
হবিগঞ্জে পরীক্ষার পর নতুন করে আরো ২১ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ। নতুন শনাক্তদের মধ্যে সদর হাসপাতালের ডাক্তার, নার্স, ড্রাইভার,ঝাঁড়ুদারসহ ১১ জন, ১ জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
যশোরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ২৯ জনের করোনা শনাক্ত হলো।
ঝিনাইদহে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। পরীক্ষার পর এ পর্যন্ত জেলায় মোট ১০ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
মাগুরার শালিখা ও শ্রীপুর উপজেলায় আরও দু’জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ জন।
চট্টগ্রামে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে দু’জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। এ নিয়ে বৃহত্তর চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ জনে দাঁড়ালো।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। সে সদর উপজেলার পশ্চিম শিবরামপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নতুন আরও একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তার বয়স ৩৫ বছর। এ নিয়ে মৌলভীবাজার জেলায় ৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
ময়মনসিংহে নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯১ জনের করোনা শনাক্ত হলো। নতুন ৫ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন স্টাফ এবং সদরের ১ জন রয়েছে।
নোয়াখালীতে দুই সহোদর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চৌমুহনীতে চারদিন আগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী দোকান কর্মচারীর সংস্পর্শে থাকা সহকর্মী ছিলেন দুই সহোদর।
ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। এ ঘটনার পর পাঠানটোলা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বরগুনায় এক চিকিৎসক ও তিন শিশুসহ নতুন করে সাতজনের দেহে করোনা ভাইরাস মনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন। এর মধ্যে মারা গেছেন দু’জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন।
গোপালগঞ্জে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনসহ মোট ৪২ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে।
নড়াইলে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১০ জন।
শরীয়তপুরে আরো ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ জনে।