গফরগাঁওয়ে ভেকু মেশিনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আহলেরটেক নামক স্থানে ভেকু মেশিনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ ৩জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন।
বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, গফরগাঁও থেকে শ্রীপুর ফেরার পথে পাগলা এলাকার আহলেরটেক নামক স্থানে অটোরিকশাটি এলে রাস্তা নির্মাণের কাজ করা এস্কেভেটর ভেকু মেশিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজির উদ্দিন নামে একজন নিহত হয়। এসময় গুরুতর আহতদের গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কফিল উদ্দিন নামে আরও একজন মারা যান। অপর গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান।