অনুমতি না দিলে নিজেদের সবকিছু নিয়েই ঢাকার অলিগলিতে সমাবেশের আল্টিমেটাম : গয়েশ্বর চন্দ্র রায়
- আপডেট সময় : ০৬:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
নয়াপল্টনে অনুমতি না দিলে নিজেদের সবকিছু নিয়েই ঢাকার অলিগলিতে সমাবেশ হবে, আল্টিমেটাম গয়েশ্বর চন্দ্র রায়ের। আর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, প্রশাসনের সবাই বিদেশে চিকিৎসার সুবিধা পেলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সকালে রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আলোচনা সভার আয়োজক জনতার অধিকার পার্টি।
এসময় বক্তব্যরা দাবি করেন, ভোটের মাঠে ও রাজপথে প্রশাসন ছাড়া আওয়ামী লীগ অস্তিত্বীন। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার চূড়ান্ত আন্দোলনের অংশ হচ্ছে ২৮ অক্টোবরের সমাবেশ।
শনিবারের সমাবেশে দেশের সকল মানুষ রাস্তায় থাকবে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার সেদিন পালানোর পথ পাবে না।
রাজনৈতিক বিবেচনায় সমাবেশের কোনো সিদ্ধান্ত সরকার দিলে তা মানা হবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি।
রাজনৈতিক বিতর্কে পুলিশকে না জাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আগের মতো ভবিষ্যতেও বিএনপি তাদের প্রত্যেকটা কর্মসূচি গণতান্ত্রিক উপায়ে করবে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়।