গরু পালন করে স্বচ্ছল মনিরামপুরের ২৮ হাজার পরিবার
- আপডেট সময় : ০৫:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
গরু পালন করে স্বচ্ছলতার স্বপ্ন দেখছে যশোরের মনিরামপুর উপজেলার ২৮ হাজার পরিবার। এসব পরিবারকে গরু লালন-পালনের জন্য সহজ শর্তে ঋন দিয়েছে সমবায় মন্ত্রণালয়। এরই মধ্যে ঋনের টাকায় গরু কিনে মাংস ও দুধ উৎপাদন করছেন তারা।
বন্যা প্রবণ এলাকা মনিরামপুর উপজেলার ২৩ হাজার পরিবারকে গরু ক্রয়ে ৮০ হাজার ও লালন-পালন খরচ বাবদ আরো ২৫ হাজার টাকা করে মোট পরিবার প্রতি ১ লাখ ৫ হাজার টাকা দেয়া হয়েছে।
একই পরিমাণ অর্থ দেয়ার প্রক্রিয়া চলছে আরো ৫’শ পরিবারকে। সহজ শর্তে দীর্ঘ মেয়াদী এই মূলধন দিয়ে গরু ক্রয়ের পর দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে ঘুরে দাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
সহজ শর্তের টাকায় গরু লালন পালন করে গ্রামের দ্ররিদ্র জনগোষ্ঠী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয়রা ।
পাইলট এ প্রকল্প সফল হলে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে দেশব্যাপী তা সম্প্রসারণ করার কথা জানিয়েছেন প্রকল্পের মূল এ উদ্যোক্তা।
একই প্রকল্পের মাধ্যমে জেলার আরো ১৪শ’ পরিবারকে গরু লালন-পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম চলমান রয়েছে।