আশুলিয়ায় নিজ কক্ষে মা-বাবা ও সন্তানকে গলা কেটে হত্যা,এক দম্পতি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
ঢাকার আশুলিয়ায় নিজ কক্ষে মা-বাবা ও সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে রেব।
গতকাল রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বের-৪’এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। গত শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।