গাইবান্ধায় বাড়ছে কুকুরের উপদ্রব
- আপডেট সময় : ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১৭৪১ বার পড়া হয়েছে
গত কয়েক বছর ধরে গাইবান্ধায় বাড়ছে কুকুরের উপদ্রব। জলাতঙ্কে আক্রান্ত পাগলা কুকুর কামড়াচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে। প্রতিদিন কুকুরে কামড়ানো গড়ে ৩০ জনকে হাসপাতালে রেবিস ভ্যাকসিন দিতে হচ্ছে। কুকুরপ্রেমীদের চাপে কুকুর নিধন বন্ধ থাকায় পৌর কর্তৃপক্ষও কোন ব্যবস্থা নিতে পারছে না। কুকুর আতংকে অনেক শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
দলবদ্ধ পাগল কুকুরের আক্রমনে দিশেহারা গাইবান্ধাবাসী। শহরের পুরাতন বাজার, হকার্স মাকেট, বাংলাবাজার, ট্রাফিক মোড়সহ বিভিন্ন এলাকায় বেড়েই চলছে কুকুরের উপদ্রব। প্রতিনিয়ত কুকুরের আক্রমনে শিকার হচ্ছে শিশুসহ পথচারীরা।
কুকুরের আতঙ্কে অনেকে ঘর বন্দি করে রেখেছেন শিশু কিশোরদের। বয়স্করাও ভয় পাচ্ছেন বাহিরে যেতে।
এদিকে প্রতিদিন ৩০’র অধিক কুকুর কামড়ানো রোগী আসছে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে। এসময় তাদের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়।
আক্রমণ ঠেকাতে পাগল কুকুর নিধনের জন্য লিখিতভাবে আবেদন করা হয়েছে বলে জানান পৌর মেয়র ।
এদিকে দ্রুত সব কুকুরের টিকার আওতায় আনার দাবী সচেতন মহলের