গাইবান্ধায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৬২১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় গত কয়েক দিনের তীব্র গরমে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ। তবে গতকালের স্বস্তির বৃষ্টিতে কিছুটা কমেছে তাপদাহ। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ।
জেলায় গত ১৫ দিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ সেলসিয়াসে ডিগ্রি ওঠানামা করছে। ফলে শিশুদের পাশাপাশি জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায়সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন বয়সি মানুষ। কেউ ভর্তি হচ্ছে, কেউ আবার চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাচ্ছে। তবে শিশু রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।