গাইবান্ধার ভোটগ্রহণ বন্ধ রিটার্নিং কর্মকর্তার নির্দেশেই : কাদের
- আপডেট সময় : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঢাকায় বসে নির্বাচন পর্যবেক্ষন করে ভোটগ্রহন বন্ধের যৌক্তিকতা নিয়ে নির্বাচন কমিশনকে ভেবে দেখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটগ্রহনে কোনো গোলযোগ না হলেও, রিটার্নিং কর্মকর্তার নির্দেশেই ঢাকা থেকে নির্বাচন বন্ধ করা হয়েছে। আর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গাইবান্ধার ভোট বন্ধ হওয়াই প্রমান করে নির্বাচনে– কমিশনের সিদ্ধান্তই চুড়ান্ত কথা।
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে ‘নগর পরিবহনের’ উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ ব্যর্থ দাবি করে, ওবায়দুল কাদের বলেন, ঢাকার সমাবেশও ব্যর্থ হবে।
সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গাইবান্ধার উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারদের কোন অভিযোগ না থাকলেও, ভোটগ্রহন বাতিল করে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে।
চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে জনগণ সাড়া দেয়নি বলেও দাবি করেন ড. হাছান মাহমুদ।