গাইবান্ধার সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
- আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে জেলার চারটি উপজেলার নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে।এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে । দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
গত কয়েকদিনে ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে চর ও দ্বীপচরগুলো তলিয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই কোনটি সড়ক ও কোনটি নদী। কোমর পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে স্থানীয়দের।
শুকনো খাবার, গবাদিপশুর খাদ্য সংকট, জ্বালানি ও বিশুদ্ধ পানির অভাবে পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে আবার নৌকায় রাত যাপন করছে। সরকারীভাবে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের।
এদিকে বন্যা দুগর্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এ সময় বন্যার্তদের সবধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
বন্যা দুর্গত এলাকার পরিবারগুলোর সাহায্যে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।