গাইবান্ধায় অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে ফসলহানির আশঙ্কা করছে কৃষক
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে ফসলহানির আশঙ্কা করছে কৃষক। প্রভাবশালীরা ভয় দেখিয়ে এই বাঁধ দিচ্ছে বলে অভিযোগ করছে এলাকাবাসী।এলজিইডি বলছে, প্রমাণ পেলে কৃষকের জমি ফেরত দেয়া হবে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনাইডাঙ্গায় বড়দহ ত্রিমোহনী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে, কাটাখালি নদী তীরে সরকারি জমিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পরিকল্পনা হয় বছর দু’য়েক আগে। তবে, সংগঠনটির বিরুদ্ধে নকশা পাল্টিয়ে ভয় দেখিয়ে ব্যক্তিগত জমি ও বসতবাড়ির উপর দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ করছে, এলাকাবাসী।
এই অভিযোগ মানতে নারাজ সমিতির সম্পাদক। তার দাবি, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য’র অনুরোধেও কথা রাখেনি কৃষকরা। এলজিইডি ও জাইকার অর্থায়নে এক কোটি ৩২ লাখ টাকায় কাটাখালী নদীর তীরে নির্মাণ করা হচ্ছে পাঁচ কিলোমিটার বাঁধ।এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ক্যামেরায় কথা বলতে রাজি হননি।তিনি ফোনে জানান, সমিতিকে বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে। ফসল রক্ষার নামে এই বাঁধ ফসলী জমি গিলে খাবে বলে মনে করে অনেকে।জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী।