গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে বাড়ি-ঘর লন্ডভন্ড, ব্যাপক ক্ষতি ভূট্টার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে বাড়ি-ঘর লন্ডভন্ড হওয়ার সাথে সাথে ব্যাপক ক্ষতি হয়েছে ভূট্টার। দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ভূট্টা চাষ করে এখন দিশেহারা হয়ে পড়েছে অনেক কৃষক। সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।
চরে দু’দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে, চড়া সুদে ঋণ নিয়ে ভূট্টার চাষ করেছে বেশিরভাগ কৃষক। কিন্তু, সম্প্রতি ৪০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সবই। অধিকাংশ ক্ষেতের ভূট্টা গাছ হেলে পড়ে নষ্ট হয়ে গেছে। এখন সরকারের কাছে সহযোগিতা চায় তারা।
ক্ষতির পরিমাণ নির্ধারণের পর, সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে, কৃষি বিভাগ।
জেলায় ৮৫০ হেক্টর জমিতে এবার ভূট্টা চাষ হয়েছে। এর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।