গাইবান্ধায় ছাটাই ও লেপ তৈরির কাজে কর্মচাঞ্চল্য বেড়েছে
- আপডেট সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ছাটাই ও লেপ তৈরির কাজে কর্মচাঞ্চল্য বেড়েছে। গত দুই সপ্তাহ থেকে হালকা শীত ও কুয়াশা পড়তে শুরু করেছে জেলায়। এমন অবস্থায় দিন রাত শীতবস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। দেশের ঋতু বৈচিত্র্যে এখন হেমন্তকাল বিরাজ করলেও রাতের ঘন কুয়াশা, ঘাসের ডগায় জমানো শিশির জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। আর এই শীতকে লক্ষ্য রেখেই পঞ্চগড়ের লেপ-তোষকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। বিক্রিও বেড়েছে গত কয়েকদিনে।
শীতের মৌসুম শুরু হতেই লেপ-তোষক কিনতে দোকান গুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। তবে গত মৌসুমের চেয়ে দাম বেশির কথা বলছেন ক্রেতারা।
তুলাসহ অনুষঙ্কিক জিনিস পত্রের দাম বেশী হওয়ায় তোষকের মূল্য এশটি চড়া বললেন এষানকার দোকানী ও কারিগররা ।
বছর শেষে এই শীতের তিন মাসের দোকানগুলোতে বেচাকিনা চলে বলে জানান দোকানীরা। তা দিয়ে পুরো বছর জুড়ে চলে তাদের সংসার
এদিকে, দেশের অন্যান্য অঞ্চলের তুলণায় পঞ্চগড়ে শীত আসে অনেকটা আগে-ভাগেই। স্থানীয় বাজারের বিক্রেতারা বলছেন, গত বছর মান ভেদে প্রতিকেজি তুলার দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা সেটা চলতি মৌসুমে বেড়ে হয়েছে ১০০ টাকা থেকে ১৪০ টাকা। কাপড়ের দাম বেড়েছে গজ প্রতি ৫ থেকে ১০ টাকা।
স্থানীয় দোকানে কাজ করা কারিগররা বলছেন, লেপ তোষকের যে হারে চাহিদা বেড়েছে সেহারে তারা সাপ্লাই দিতে পারছেনা। গত কয়েক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলে রাতে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে।