গাইবান্ধায় দীর্ঘ দিনেও শেষ হয়নি চারলেন প্রকল্পের কাজ
- আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় দীর্ঘ দিনেও শেষ হয়নি চারলেন প্রকল্পের কাজ। ধীরগতিতে কাজ চলায় দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। অন্যদিকে রেলওয়ের স্থাপনা উচ্ছেদ না করা হবে না, এমন সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। ফলে সড়কটির রেলগেট এলাকায় ছয় ফুট নয় ডিভাইডার হচ্ছে চার ফুটের। এতো গড়িমসিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
সড়ক প্রসস্ত করণে চার লেন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। দেড় বছর মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে ৮৫ ভাগ। পুরাতন জেলা মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয় মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার কাজ নিয়ে শুরু হয় সমস্যা। জমি অধিগ্রহণ ও মামলা জটিলতার কারণে মেয়াদ বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার, নকশা বহির্ভূত ডিভাইডার নির্মাণসহ নানা অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
দীর্ঘদিনে কাজ শেষ না হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। আর বর্ষার দিনে রাস্তায় পানি জমে থাকায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা ।
এ প্রসংগে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে কথা বলতে রাজি হয়নি কেউ। তবে বিদ্যুৎ ও রেলওয়ে বিভাগের স্থাপনা সময় মত না সরানোর কারণে তৈরি হয়েছে জটিলতা। দ্রুত সমস্যা সমাধানের কথা জানান, জেলা সড়ক জনপদ বিভাগের এই কর্মকর্তা।
বর্ষা মৌসুমে কাঁদা মাটি আর শুকনো মৌসুমে ধুলোয় ছেয়ে যায় পুরো শহর। ৪ লেন প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলায় ক্ষুদ্ধ স্থানীয়রা।