গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা।
গেলরাতে জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার ওই নবজাতকের জন্ম হয়। বিকেলে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটির অক্সিজেন মাস্ক খুলে শরীরে স্যালাইন পুশ করা হয়। শরীরে স্যালাইনের মাত্রা বাড়িয়ে দেয়ায় শিশুটি নিস্তেজ হয়ে পড়লে কর্তব্যরত নার্সদের অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয় বলে জানান স্বজনরা।