গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি গাভীসহ বাড়ি-ঘর পুড়ে ছাই
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি গাভীসহ বাড়ি-ঘর পুড়ে ছাই হয়েছে।
রাত দেড়টার দিকে সাদুল্যাপুর উপজেলার তরফবাজিত গ্রামে তাজু মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক তাজু মিয়া তার গরুর গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য রাতে কয়েল জ্বালিয়ে রাখে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে বাড়ীর অন্যান্য ঘরে। পরে প্রতিবেশী ও ফায়ার সার্ভিস কর্মীদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।