গাইবান্ধায় রাস্তায় সন্তান প্রসবে বাধ্য হলেন এক মা
- আপডেট সময় : ০১:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সন্তান প্রসবের জন্য আসার পর ভর্তি না করে ফিরিয়ে দেয়ায় রাস্তায় সন্তান প্রসবে বাধ্য হলেন এক মা।
সোমবার রাত ৯টায় গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মাত্র ২শ’ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় এ প্রসবের ঘটনা ঘটে। নবজাতক ভূমিষ্ঠকারী ওই মায়ের নাম মিষ্টি আকতার। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। নবজাতকের পরিবার জানায়, আব্দুর রশিদ তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে দ্রুত তাকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে এলে, কেন্দ্রের দায়িত্বরত কর্মী তৌহিদা বেগম কোনরকম সহায়তা ছাড়াই নিরাপত্তার অজুহাতে অন্তসত্ত্বা ওই মহিলাকে অন্যত্র নিয়ে যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও বিষয়টির প্রতি তৌহিদা বেগম কোনো কর্ণপাত না করলে বাধ্য হয়ে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে থেকে মাত্র ২শ’ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করে। পরে বাধ্য হয়ে কেন্দ্র কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসা দেয়।