গাইবান্ধায় শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীত জনিত নানা রোগব্যাধী
- আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
শীত শুরু না হতেই গাইবান্ধায় শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীত জনিত নানা রোগব্যাধী। গত এক সপ্তাহে গাইবান্ধা জেলা হাসপাতালে প্রায় শতাধিক শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়াও বহিঃবিভাগ ও বিভিন্ন ক্লিনিকেও চিকিৎসা নিচ্ছে কয়েকশ’ শিশু।
শহর ও গ্রামাঞ্চলের দুর দুরান্ত থেকে আগত অভিভাবকদের কোলে অসুস্থ্য শিশু। এসেছেন গাইবান্ধার শিশু ডাক্তার ও হাসপাতালের শিশু বিভাগে। জেলার সদর হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য বরাদ্দ ২৬টি বেডে স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে শিশু রোগীদের। হাসপাতাল জুড়ে গিজগিজ করছে শিশুরোগী। বেশির ভাগ শিশুই জ্বর, সর্দি, হাঁচি-কাশি এবং নিউমোনিয়ায় আক্রান্ত।
নানা রোগে আক্রান্ত শিশুরা স্থানীয় চিকিৎসায় সুস্থ না হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকরা।
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত এমন শিশু রোগীর সংখ্যা বেড়েই চলছে প্রতিদিন। রোগীর চাপ থাকলেও সাধ্য মতো চিকিৎসাসেবা দেয়া হচ্ছে-এমনটাই জানালেন এই শিশু বিশেষজ্ঞ।
শীতের শুরুতে আক্রান্ত শিশুদের নিয়ে মায়েদের আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলেন তারা।