গাইবান্ধা উপনির্বাচনের অনিয়মের বিষয়ে ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত : সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা উপনির্বাচনের অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। ৭ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
তদন্ত আংশিক ছিলো বলে জানান। সকালে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোট সিসি ক্যামেরায় মনিটরের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসি কেবল বন্ধ হওয়া ৫১টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে, বাকি ৯৪টি কেন্দ্রের সিসিটিভি দেখে বিশ্লেষণ করতে কমিটি গঠন করা হয়েছে। গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে সাঘাটা ও ফুলছড়িতে নানা অনিয়মের অভিযোগে উপনির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।