গাইবান্ধা শহর জুড়ে বেওয়ারিশ কুকুর, কোন পরিসংখ্যান নেই পৌরসভায়

- আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা শহরের দিন দিন বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুরের হাক ডাকে আতঙ্ক ছড়াচ্ছে পথচারীদের মাঝে। কুকুর নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান পৌর মেয়র। তবে এ উদ্যোগে আপত্তি আছে মানবাধিকার কর্মীদের।
শহর জুড়ে বেওয়ারিশ কুকুরের কোন পরিসংখ্যান নেই পৌরসভায়। সম্প্রতিক শহরের অলি গলি ও সড়কে বেড়েছে কুকুরের সংখ্যা। দিন রাত কুকুরের হাক ডাকে আতঙ্ক ছড়ায় শহরে। দলবেঁধে এই সব কুকুরের উৎপাতে বিরক্ত পথচারীসহ সাধারণ মানুষ।
সম্প্রতি পৌর শহরের কলেজ পাড়ায় কুকুরের আক্রমনের ২৫জন আহত হয়েছে। এর মধ্য শিশু, নারী, শিক্ষক, রিকশাচালক ও জেলেসহ বিভিন্ন শ্রেনীর লোক। এলাকার বাসিন্দারা কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না।
কুকুর নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান পৌর মেয়র।
কিন্ত এতে আপত্তি জানাচ্ছে মানবাধিকার কর্মীরা।
বন্ধ্যাত্বকরণ কর্মসূচি চালুর মাধ্যমে এই সমস্যা কমিয়ে আনা সম্ভব ,এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।