গাছ থেকে আম পাড়ার তারিখ বেঁধে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন
- আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজশাহীর পাকা ও সুস্বাদু আমের অপেক্ষায় দিন গুণছেন অনেকেই। তবে ভাল মানের আম পেতে গাছ থেকে পাড়ার তারিখ বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।আবহাওয়া অনুকুলে থাকায় এবারো আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও যাতে আম পরিবহনে কোনো সমস্যা না হয় সে বিষয়েও নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন।
রাজশাহীর বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে আম। বৈশাখ শেষ, তবে আম পাকতে এখনো দেরি। তাই অনেকেই এখন শেষমুহূর্তের পরিচর্যায় ব্যস্ত। আমকে ঘিরেই রাজশাহী অঞ্চলে বিপুল টাকার বাণিজ্য চলে প্রায় দু’মাস ধরে। এবারো সেদিকেই তাকিয়ে আছেন কৃষকরা।
ভক্সপপ:
গেল বছর রমজানের মধ্যেই বাজারে আম ওঠায় ব্যবসায় খানিকটা ভাটা পড়ে। তবে এবারের পরিস্থিতি ব্যবসায়ী ও ভোক্তাদের অনুকূলেই। তাই বাজারেও চাহিদা বাড়ার আশা।
এদিকে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, গোপালভোগ, লখনা ও হিমসাগর বা খিরসাপাত বাজারে আসবে এ মাসের শেষদিকে। আর জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে আমের রাজা ল্যাংড়া নামবে গাছ থেকে। আরো পরে আসবে ফজলী। তবে আম পরিবহন সচল রাখতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
রাজশাহী জেলা এবার ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে দু’লাখ সাড়ে ১৪ হাজার মে.টন।