গাছ পুড়িয়ে প্রকাশ্য তৈরি হচ্ছে কয়লা
- আপডেট সময় : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
গাছ পরিবেশের অন্যতম বন্ধু। নানা প্রাকৃতিক দূর্যোগে গাছ প্রাণীকুলের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। অথচ সেই গাছ পুড়িয়ে প্রকাশ্য তৈরি হচ্ছে কয়লা। গাইবান্ধার সাঘাটায় বিশেষ ধরনের চুল্লি বানিয়ে প্রায় ২০টি কারখানায় কাঠ পুড়িয়ে এমন কয়লা তৈরি করছে একটি চক্র। এতে নির্গত কালো ধোঁয়া ও তাপে পরিবেশ দূষিত হয়ে নষ্ট হচ্ছে ফসল।
ইট ও মাটির প্রলেপ দিয়ে সারি সারি গোলাকার চুল্লি বানিয়ে সেই চুল্লিতে গাছের গুঁড়ি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এসব চুল্লির কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। পোড়ানোর অপেক্ষায় চুল্লির চারদিকে রাখা হয়েছে সদ্য কাটা বিভিন্ন গাছের গুঁড়ি ও ডালপালা। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নশিয়ার পাড়া গ্রামসহ এর আশপাশের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে গাছ পুড়িয়ে কয়লা তৈরির বেশ কয়েকটি এমন অবৈধ কারখানা।
স্বল্প উচ্চতার এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে আশপাশের ফসল ও গাছপালা। এ ছাড়া মানুষজন কাশিসহ ভুগছেন নানা শারিরিক জটিলতায়। এসব কারখানার গাছের যোগান দিয়ে উজার হচ্ছে গাছপালা।
এসব অবৈধ কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার।
সাঘাটা উপজেলায় ১২টি ও পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাসহ জেলায় ২০টির মতো এমন কারখানা আছে।