গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
- আপডেট সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। পাস হওয়া এ প্রস্তাব নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও। প্রস্তাবে যুদ্ধবিরতির কথা না বলায় গাজায় হামলা চলতে থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত গত শুক্রবার প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ভোটদানে বিরত ছিল। ফলে প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়েছে। এই খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব রাখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে শুধু মানবিক সহায়তার কথা বলা হয়। শত্রুতা বন্ধসহ টেকসই শর্ত তৈরির জন্য প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবের বিপক্ষে কেউ ভোট না দিলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল। প্রস্তাবে যুদ্ধবিরতি থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রমাগত বিরোধিতায় সেটি সংশোধন করেই পাশ করা হয়েছে।