গাজার হাসপাতালগুলোয় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
গাজার শরণার্থী শিবির ও হাসপাতালগুলোয় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত কমপক্ষে ৯০ ফিলিস্তিনি। নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের।
হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, দু’টি আবাসিক এলাকায়ও জোরালো হামলা চালিয়েছে ইহুদি সেনারা। রাতভর হয় বোমাবর্ষণ। নিখোঁজ রয়েছে অনেকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী ও স্বজনরা। আল নাসের হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ডে হামলায় মৃত্যু হয়েছে ১৩ বছর বয়সী এক শিশুর। আহত আরও তিন জন। ইসরায়েলি বাহিনীর টার্গেট হয় কামাল আদওয়ান হাসপাতালও।