গাজার হাসপাতালে হামলা করে নিষ্ঠুর তামাসায় মেতেছে ইসরায়েলি : রাশেদ খান মেনন
- আপডেট সময় : ০৮:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৯১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ নয়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই, হামাসের স্বাধীনতার লড়াই। গাজার হাসপাতালে হামলা করে নিষ্ঠুর তামাসায় মেতেছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেরুজালেমকে রাজধানী ঘোষণা দেয়ার দাবি জানিয়েছেন আলোচকর।
ফিলিস্তিনের গাজায় নারী-শিশুসহ নিরাপরাধ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর চলমান নির্মম হত্যাকান্ড-বর্বর ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাব প্রতিবাদ সভা করে বাংলাদেশ শান্তি পরিষদ। ফিলিস্তিনকে জাতি রাষ্ট্র ঘোষনারও দাবি তাদের।
আলোচকরা বলেন, ৭০ বছর ধরে ফিলিস্তিনের নাগরিকরা ইসরায়েলের বর্বরচিত হামলার শিকার। জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতাকামি মানুষের লড়াইয়ের অংশ হিসেবে কাজ করছে হামাস। ৭০ বছর ধরে নির্যাত-নিপিড়ন ও গুলির বিরুদ্ধেই তাদের এই প্রতিরোধ।
বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাইকে ফিলিস্তিনী নাগরিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান আলোচকরা।