গাজা ছাড়লেন চার শতাধিক বিদেশি ও আহত ফিলিস্তিনি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
গাজা উপত্যকা ছেড়েছেন চার শতাধিক বিদেশি পাসপোর্টধারী নাগরিক ও আহত ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর হামলার মুখে সীমান্তবর্তী রাফাহ ক্রসিং পার হয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হন তারা।
২৫ দিনের চলমান সংঘাত থেকে বুধবার প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পান এসব নাগরিক। এসময় অনেকে স্বস্তি প্রকাশ করেন। গাজার ভেতরে অ্যাম্বুলেন্স ঢুকে তাদের মিসর নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসার জন্য সীমান্তের কাছেই একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। ব্রিটিশ ও মার্কিন পাসপোর্টধারীরা এ সময় স্বস্তি প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সফল ও আবশ্যিক কূটনীতির জন্যে সম্ভব হয়েছে রাফাহ ক্রসিং খুলে দেয়া। গত ৭ অক্টোবর ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে পড়ে যান অনেক বিদেশি পাসপোর্টধারী। গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনের কাছাকাছি। এখনও নিখোঁজ রয়েছে ১২০ জনের ওপর। অন্যদিকে, প্রায় ১৪০০ মাইল দূর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইহুদিদের ভূখণ্ডে ব্যালেস্টিক মিসাইল আর ড্রোন ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে সংগঠনটি।