গাজীপুরের গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে মারা গেছে একজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে একজন মারা গেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। সোলাইমান মোল্লা নামের ওই ব্যক্তির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতরাত থেকে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। চিকিৎসকরা বলছেন, ওই দুর্ঘটনায় দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটের আইসিইউ কনসালটেন্ট একরামুল হক সজল বলেন, আইসিইউতে যারা আছেন তাদের কারও অবস্থাই ভালো না। গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈরের তেলিরচালায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অন্তত ৩৬ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৪ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।