টানা বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দ
- আপডেট সময় : ০২:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
গাজীপুরের মহাসড়কে আবার ফিরে আসছে চিরচেনা যানজট। সপ্তাহজুড়ে বৈরি আবহাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে সৃষ্টি হয়েছে খনাখন্দ, তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে যানবাহন চলছে ধীরগতিতে। দশ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে দুই ঘন্টারও অধিক। ভোগান্তিতে মহাসড়ক ব্যবহারকারীরা। তবে মেট্রোপলিটন পুলিশ বলছে সড়ক সচল রাখতে নিয়মিত কাজ করছে তারা।
টানা বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে খানাখন্দ, পানি জমেছে তৈরি হয়েছে জলাবদ্ধতা। একারণে তৈরি যানজটে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।
অন্যদিকে, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত চলছে বিআরটি প্রকল্পের কাজ। নির্মাণ কাজের ফলে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচলে প্রতিবন্ধকতা থাকায় বাধছে যানজট। দশ মিনিটের রাস্তা অতিক্রমে সময় লাগছে দুই ঘন্টারও অধিক।
জন ভোগান্তির বিষয়ে বিআরটি প্রকল্প সংশ্লিষ্ট কারো কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ।
গেলো দেড় মাসে গাজীপুর থেকে ঢাকার উত্তরা পর্যন্ত ১২ কিলোমিটার চলাচল অনেকটা স্বাভাবিক ছিলো ।