গাজীপুরের রওশন সড়ক এলাকায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা
- আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রওশন সড়ক এলাকায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সাভারে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
সকালে থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, রেব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় আন্দোলনের মুখে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এরপর সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোও প্রত্যাখ্যান করে শ্রমিক সংগঠন।
সকাল থেকেই কাজ বন্ধ রেখে কারখানার বাইরে চলে এসে বিক্ষোভ শুরু করলে কারখানা ছুটি ঘোষনা করে কতৃপক্ষ। জামগড়া ও বেরন এলাকার এনভয়, স্টারলিং, নাসাসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার বাইরে বেরিয়ে এসে সড়কে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ বাঁধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।