গাজীপুরের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঝুটের গোডাউন
- আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঝুটের গোডাউন।এসব গোডাউনে মাঝে মধ্যেই ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। ফলে অগুনের ঝুকি নিয়েই বসবাস করতে হচ্ছে স্হানীয়দের। দ্রুত অগ্নিনির্বাপণে মাস্টার প্লানের কথা বলছে ফায়ার সার্ভিস।
গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ, নছের মার্কেট, দেওয়ালিয়াসহ বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে শত শত ঝুটের গোডাউন। ঝুঁকিতে থাকলেও এসব গোডাউনে নেই অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা। গা ঘেঁষে নির্মিত হওয়ায়, আগুন লাগলে মূর্হতেই ছড়িয়ে পড়ে এক গোডাউন থেকে আরেক গোডাউনে, এমনকি বাসাবাড়িতেও।
জীবিকার তাগিদে জীবনের ঝুকি ও ভয় নিয়ে কাজ করছে এসব ঝুট গোডাউনের শ্রমিকরা।
অধিকাংশ ক্ষেত্রেই শত্রুতা করে গোডাউনে আগুন লাগিয়ে দেয়া হয় বলে দাবী ব্যবসায়ীদের। তবে সঠিক তদন্ত করে দায়ীদের বের করে শাস্তির আওতায় আনা হলে আগুন লাগা কমবে বলে দাবি এই ব্যবসায়ীর।
আবাসিক এলাকা থেকে ঝুট গোডাউন ফাকা যায়গায় স্থাপন। নির্মাণে, মাঝখানে দুরত্ত্ব রাখার পাশাপাশি দ্রুত অগ্নিনির্বাপনে মাস্টার প্লানের কথা জানান এই কর্মকর্তা।
শিল্পাঞ্চলের আবাসিক এলাকাগুলো থেকে ঝুটের গোডাউন অন্যত্র সরিয়ে নেয়ার দাবী সচেতন মহলের।