গাজীপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
গাজীপুরের সালনায় নাসিরুদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে ওই কর্মসূচি পালন করেন। এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীরা গাজীপুর সদর থানা-পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন ভারপ্রাপ্ত হওয়ার পর থেকে নানা অনিময় ও স্বেচ্ছাচারী আচরণের সাথে জড়িত রয়েছেন। বিগত কমিটির কাছ থেকে নানা অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন এবং রেজুলেশন ছাড়াই কলেজের বেতন দ্বিগুন- তিন গুন বাড়িয়ে নিয়েছেন যা সম্পূর্ণ অবৈধ। এছাড়া ৭০ হাজার টাকার পুরাতন কাগজ বিক্রি করে টাকা নয়ছয় করেছেন। নিষেধাজ্ঞা স্বত্তেও গাইড বই সিলেকশন করে তিন লাখ টাকা গ্রহন করেছেন যা এখনো স্কুল ফান্ডে জমা হয় নাই। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।