গাজীপুরে কটন ক্লাব কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে, ১৫ শ্রমিক আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব কারখানায় কম্প্রেশার রুমের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সকাল আটটার দিকে কাশিমপুরের জরুর এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামের ওই কারখানার কমপ্রেসার রুমে গ্যাস-লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার স্টাফসহ অন্তত ১৫ শ্রমিক দগ্ধ হন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।