গাজীপুরে গলায় ফাঁস লাগানো দু’জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গাজীপুরের গাছা এলাকায় দুইজনের মরদেহ পাওয়া গেছে। একটি বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একমাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়ায় বাসা ভাড়া নেন। রজত কান্তি নিয়মিত লিমার সঙ্গে দেখা করতে আসতেন। লিমা আক্তার গতকাল কারখানায় যাননি। দুপুরে মালিকপক্ষ বাসায় লোক পাঠান খবর নিতে। তারা লিমার রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন লিমা ও রজত কান্তির গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে। খবর পেয়ে গাছা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরকীয়ার জেরে শুক্রবার রাতের কোনো এক সময়ে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।