গাজীপুরে জোড়া খুনের ঘটনার ৭ দিন পর নিহতদের পরিচয় শনাক্ত
- আপডেট সময় : ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ী বাঘিয়া এলাকায় জোড়া খুনের ঘটনার ৭ দিন পর নিহতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, রংপুরের মাহমুদুল হাসান ও নিলফামারীর রাকিব হোসেন। হত্যাকান্ডের সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ দু’জনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, উপ-পুলিশ কমিশনার জাকির হাসান। তিনি বলেন, গত ৭ জুলাই কোনাবাড়ির পরিত্যক্ত ইটভাটার পাশের বিল থেকে অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে উপ-পরিদর্শক তাপস কুমার ওঝা বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ জুলাই কালিয়াকৈরের চন্দ্রা থেকে সৈকত নামে এক ব্যক্তিকে করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামী রাসেল প্রধানকে নিজবাড়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল প্রধান- জোড়া খুনের ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।