গাজীপুরে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে আটক ৩ জনসহ এক চালের ডিলার গ্রেফতার
- আপডেট সময় : ১২:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাজীপুরে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে আটক ৩ জনসহ নড়াইলে এক চালের ডিলার গ্রেফতার হয়েছে।
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। গেলরাতে সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বাজারে একটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হল- শাহ সুলতান, মো. হেলাল ও মো. নিজাম। এসময় তাদের কাছ থেকে চার বস্তা পেয়াজ, ছোলা দুই বস্তা, চিনি তিন বস্তা ও ডাল এক বস্তা টিসিবির পণ্য জব্দ করে পুলিশ।
এদিকে, ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাল ডিলার আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গেলরাত তাকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস জানান, উপজেলার আড়িয়ারা গ্রামের হেমায়েত শেখের ছেলে আশরাফ আলীর বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য দেয়া ১০টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির ঘটনায় গত ১৬ এপ্রিল লোহাগড়া থানায় মামলা হয়।