গাজীপুরে নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম নির্মিত হয়েছে নিম্নমানের সামগ্রী ও ড্রয়িং বহির্ভূতভাবে
- আপডেট সময় : ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গাজীপুরের প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার জন্য ওয়াশরুম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আর ঠিকাদারের দুর্নীতি , নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার আর ড্রয়িং বহির্ভূতভাবে নির্মাণ শেষ হয়েছে প্রকল্পগুলোর। কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াশ ব্লকগুলো শিক্ষার্থীদের কোনো কাজেই আসবে না অভিযোগ এলাকাবাসীর। শিক্ষা অফিস জানাচ্ছে, লিখিতভাবে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার আসছে না। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর, বারবাড়িয়া, মাটিকাটাসহ বেশকয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের জন্য নির্মাণ করা হয়েছে ওয়াশব্লক, ইউরিনাল ও ফুটওয়াশ। একইসঙ্গে রয়েছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টিও।
গেলো মাসে উদ্বোধনের কথা থাকলেও হস্তান্তর হয়নি এখনও। এই প্রকল্পে প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত টয়লেটে এসএস হ্যান্ড রেইল স্থাপন হয়নি সঠিক জায়গায়। নির্মাণ ত্রুটি রয়েছে বেসিন বসানোতেও। এছাড়া সেপটিক ট্যাংকে নেই প্লাস্টার, কলাপসিবল গেট। নবনির্মিত ভবনে কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল । কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ওয়াশব্লকগুলো শিক্ষার্থীদের কোনো কাজেই আসবে না বলে জানিয়েছে স্থানীয়রা।
তবে ওয়াশব্লকে গুরুতর নির্মাণ ত্রুটি আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থাপনা বুঝে নিচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ।
ভবন নির্মাণ নিয়ে ভুলত্রুটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কালিয়াকৈর জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের এই কর্মকর্তা।
ঠিকাদার বা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের দায়িত্বহীনতা থাকলে তা খুঁজে বের করার আশ্বাস দিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করে পুননির্মাণের দাবি সংশ্লিষ্টদের।