গাজীপুরে পিকআপ ভ্যান চালক হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
গাজীপুরে পিকআপ ভ্যান চালক সেলিম সরদার হত্যার ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৭টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
গাজীপুর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। সকালে মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারি উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ এসব তথ্য জানান। এসময় তিনি বলেন- গত পহেলা সেপ্টেম্বর নগরীর বাসন এলাকায় চালক সেলিমকে হত্যা করে তাঁর পিকআপ ভ্যান ছিনতাই করে নিয়ে যায় ওই ডাকাত দল।