গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারী আটক
- আপডেট সময় : ১০:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০৫ বার পড়া হয়েছে
গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারীকে আটক করছে রেব।
সকালে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখি চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাদেরকে ১০০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাকসহ আটক করা হয়।
দুপুরে রেব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান রেব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসাইন। তিনি জানান, সকালে কাপাসিয়া থানাধীন কালিগঞ্জ থেকে কাপাসিয়াগামী সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি টিন বহনকারী ট্রাক থেকে ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাজাসহ তিনজনকে আটক করা হয়।
চাঁদপুরে পৃথক অভিযানে পুলিশ ১০ হাজার পিস ইয়াবা ও কোস্টগার্ড ১০ কেজি গাঁজাসহ ২ নারী-পুরুষকে আটক করেছে। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ জানান, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ নাসরিন বেগম নামের এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। অপরদিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাপুর গ্রামের জমির হোসেনকে আটক করেছে কোস্টগার্ড।