গাজীপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৭৮১ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে বকেয়া আদায় ও বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। সকাল ৮টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস, ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।