গাজীপুর জেলা পুলিশের করোনা সচেতনতা মূলক রেলী অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গাজীপুর জেলা পুলিশের করোনা ভাইরাস আক্রান্ত রোধে সচেতনতা মূলক রেলী অনুষ্ঠিত হয়েছে।
যতক্ষন কাজ ততক্ষন বাইরে, আর বাকী সময় ঘরে থাকা এবং পরিবার ও নিজের নিরাপত্তার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার যথাযথ ব্যবহারের আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিকেলে গাজীপুর জেলা পুলিশ আয়োজিত করোনা ভাইরাস আক্রান্ত রোধে সচেতনতা মূলক রেলীতে অংশগ্রহন করে এসব কথা বলেন। পুলিশ সুপার সামছুন্নাহারের নেতৃত্বে রেলীটি কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাজার,চন্দ্রা ,সফিপুর এবং মৌচাকে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ কবীরসহ পৌর ও উপজেলা আওয়ামীলীগের নেতারা রেলীতে অংশগ্রহণ করেন।