গাজীপুর তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে শিশির ও শাহীন তাদের বাড়ির দক্ষিণ পাশে তুরাগ নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের খোঁজা খুঁজি করে বেলা ১১টার দিকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতাহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতরা স্থানীয় মোল্লা শফি উদ্দীন একাডেমির শিক্ষার্থী ছিল।