গাড়িতে সরকারী বরাদ্দের তেল বিক্রির অভিযোগ উঠেছে নওগাঁ পিটিআই সুপারের বিরুদ্ধে
- আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
গাড়িতে সরকারী বরাদ্দের তেল বিক্রির অভিযোগ উঠেছে নওগাঁ পিটিআই সুপারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের আসবাবপত্র নিজ বাসায় ব্যবহারের। রয়েছে প্রশিক্ষনার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগও । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান বিভাগীয় কর্মকর্তা।
সাদা রং এর এই গাড়িটি ব্যবহার করেন নওগাঁ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপার ইকবাল হোসেন।ফেব্রুয়ারী মাসে তিনটি স্লিপে ১৪০ লিটার তেল ক্রয় দেখানো হয় গাড়িতে ব্যবহারের জন্য। যার দুটি স্লিপে চালক মিজানুরের স্বাক্ষর থাকলেও একটিতে নেই।(৩টি স্লিপের গ্রাফিক্স যাবে)
এরপর মে মাসে তেল ক্রয় দেখানো হয়েছে ১৩৯ লিটার। কিন্তু এ মাসেও চালকের স্বাক্ষর বিহীন ২টি স্লিপে তেল ক্রয় দেখানো হয়েছে। অভিযোগ প্রতিমাসে তেল বিক্রি করে দেন পিটিআই কর্মকর্তা ইকবাল হোসেন।
শুধু তাই নয়; ইন্সিটিউটের আসবাবপত্র নিজ বাসায় ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না অভিযুক্ত ইকবাল হোসেন। গোপন ক্যামেরায় নিজের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে পরে দেখা করতে বলেন তিনি।
এসব বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান রাজশাহী বিভাগীয় কর্মকর্তা।
সুপারিনটেনডেন্ট হিসেবে ইকবাল হোসেন নওগাঁয় যোগদান করেন এ বছরের ফেব্রুয়ারী মাসে।