গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম বেঁচে আছেন, এমন খবর পেয়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
লিবিয়ার অবিসংবাদিত নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম দীর্ঘদিন নিরুদ্দেশ ছিলেন। তিনি বেঁচে আছেন, এমন খবর পেয়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাশিয়ান ভাড়াটে যোদ্ধাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন সন্দেহে এ পরোয়ানা জারি করেছেন লিবিয়ার প্রসিকিউটররা। লিবিয়ার সরকার বিরোধী লড়াইয়ে ওয়াগনার গ্রুপের অংশ নেয়ার পেছনে গাদ্দাফিপুত্র সাইফ জড়িত বলে অভিযোগ উঠেছে। এই দলের সঙ্গে সাইফের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা। এজন্য গত ৫ আগস্ট সাইফের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লিবিয়ার ডেপুটি সামরিক প্রসিকিউটর মোহাম্মদ ঘারৌদা। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১৯ সালে জাতিসংঘ সমর্থিত সরকারী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথমবারের মতো রাশিয়ান ভাড়াটে যোদ্ধাদের অংশ নিতে দেখা যায়।