গায়েবি মামলা দিয়ে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গায়েবি মামলা দিয়ে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করছে। গণতন্ত্রিক অধিকার আদায়ে এক দফা আন্দোলন বন্ধ করতে বিভিন্ন ধরনের অপকৌশল চালাচ্ছে সরকার। সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার শুনানিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।
এসময় রিজভী আরো বলেন, মামলা-হামলা দিয়ে কোনো কাজ হবে না। এবার শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসনসহ অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এসব মামলায় হাজিরা দেয়া হচ্ছে। একতরফা নির্বাচনের জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য ও বিরোধী শক্তিকে দমন করার জন্য দেশব্যাপী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী ।