গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ায় করোনার সংক্রমন বাড়তে পারে :স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ায় করোনার সংক্রমন বাড়তে পারে-এমন শঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে করোনা মোকাবিলায় গঠিত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে।
দেশে বেশ কদিন ধরেই করোনায় মৃত্যু তেমন না বাড়লেও সংক্রমন বাড়ছে। এর মধ্যেই দোকান পাটসহ মার্কেট খোলার সিদ্ধান্ত নেয়া হলে, সচিবালয়ে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা সম্পর্কিত টেকনিক্যাল কমিটি।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, মানুষের আনাগোনা বাড়লে সংক্রমণ যে বৃদ্ধি পাবে এটা ধরেই নিয়েই সামনে এগুতে হবে।
তবে এ মুহুর্তে সব কিছু স্বাভাবিক করার যৌক্তিকতা কি- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা থাকবে যাতে রোগী না বাড়ে।
করোনা ভাইরাসের পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে বলেও জানান জাহিদ মালেক। পরে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন।