গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনিসহ দেশটির আরও তিন মন্ত্রীর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার রাতে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, করোনার উপসর্গ দেখা দিলে গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম ও তার মন্ত্রিপরিষদের তিন সদস্যের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়। প্রধানমন্ত্রী নুনো ও তার তিন মন্ত্রীকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ হিসেবে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ২০৫ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ১০ জন।