গিনেস ওয়ার্ল্ড’এ নিজেদের গড়া রেকর্ড ভেঙ্গেছেন ভিসপি খারাডি
- আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৫৮০ বার পড়া হয়েছে
অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ! আবারও তার প্রমাণ রেখে গিনেস ওয়ার্ল্ড’এ নিজেদের গড়া রেকর্ড ভেঙ্গেছেন ভারতীয় মার্শাল আর্টিস্ট ভিসপি খারাডি।
ইষ্পাতের কাঁটার বিছানায় শুতে হবে ভারতীয় মার্শাল আর্টিস্ট ভিসপি খারাডিকে। একা নন, ভার নিতে হবে আরও আট জনের। তারাও শোবেন কাঁটারই বিছানায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের স্থান ধরে রাখতে আবারও কঠিন পরীক্ষায় ভিসপি ও তার দল। ৪ থেকে ৬ ইঞ্চির ইস্পাতের বিছানায় শুয়ে থাকাটা অসম্ভব মনে হলেও তাই সম্ভব করেন তারা।
“নয় জন অংশ নিয়ে আজ তারা নিজেদের গড়া রেকর্ডই ভেঙ্গেছেন। আমার মনে হচ্ছে, প্রতি বছরই তারা এমন অসাধারণ কাজ করে যাবেন। এটা আসলেই একিট কঠিন কাজ।”
“মাধ্যাকর্ষণের ব্যাপার থাকায় কাঁটার বিছানায় শুয়ে রেকর্ড গড়া সত্যিই কঠিন কাজ। আপনি দেখবেন, আমাদের দলে কোনো চিকন ব্যক্তি নেই। যখনই একজনের উপর আরেকজন চড়ে বসেন, নিচের ব্যক্তির জন্য চাপ অনেক বেড়ে যায়।”
মিনিটে কাঁধের উপর সর্বাধিক লোহার রড বাঁকা করে রাশিয়ার ব্যক্তিকে পেছনে ফেলে এবার আরও একটি রেকর্ড গড়েছেন ভিসপি খারাডি।