গুজব উপেক্ষা করে জনগণ টিকা নিচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনার ভ্যাকসিন দেয়ার অষ্টম দিন আজ। কেন্দ্রে কেন্দ্রে টিকা দিতে জড়ো হয়েছেন আগ্রহীরা।
সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। ভ্যাকসিন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গুজব উপেক্ষা করে জনগণ টিকা নিচ্ছেন। এদিকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন, করোনার টিকার ২য় চালান এ মাসের ২২ তারিখে আসবে। বাংলাদেশ সরকারের আমদানী করা এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলেও আশ্বস্ত করেন তিনি। অন্যদিকে, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। আট দিনে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১৬ লাখ ১০ হাজার মানুষ