গুম হওয়া প্রত্যেককে ফিরিয়ে না দিলে আ’লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে : ফখরুল
- আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গুম হওয়া প্রত্যেককে ফিরিয়ে না দিলে, আওয়ামী লীগ সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষায় সোচ্চার বিএনপি’র ৫শ’ নেতা-কর্মীকে গুম করা হয় বলে অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি’র মানবাধিকার বিভাগ। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, গেলো কয়েক বছরে তাদের প্রায় পাঁচশ’ নেতা-কর্মী গুম করা হয়েছে। বিরোধীদের আন্দোলন দমাতেই তাদের গুম করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।
গুম সংস্কৃতি বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।
এদিকে, দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে সভা করে সামাজিক সংগঠন ‘মায়ের ডাক’। এতে যোগ দিয়ে ডাক্তার জাফরউল্লাহ চৌধুরী বলেন, গুমের দায় সরকারকে নিতে হবে।
গুম করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি জানান, স্বজনরা।
এ ব্যাপারে সরকার প্রধানের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন তারা।