গুরুত্বপূর্ণ পাঁচুড়িয়া-মোহাম্মদপাড়া সড়কের একটি অংশ ধসে পড়েছে
- আপডেট সময় : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচুড়িয়া-মোহাম্মদপাড়া সড়কের একটি অংশ ধসে পড়েছে। সড়কটিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল। হুমকির মুখে পড়েছে সরকারি খাদ্য গুদামের পাঁচটি ভবনসহ অসংখ্য বাড়িঘর। এরই মধ্যে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ির কিছু অংশ। এতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।
পণ্য সরবরাহ ও সংরক্ষণের জন্য একশো বছর আগে গোপালগঞ্জ শহরের পাচুঁড়িয়া-মোহাম্মদ পাড়া সড়কের পাশে নির্মাণ করা হয় খাদ্য গুদাম। ব্যাংকপাড়া, পাচুঁরিয়া, নতুন স্কুল রোড, মান্দারতলা ও পৌর এলাকার মানুষজন গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু গেল কয়েক দিন আগে খালের পানি কমে যাওয়া আর ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে ধস নামে সড়কটির।
ক্ষতির আশংকা থাকলেও এখনো কোন পদক্ষেপ নেয়নি খাদ্যগুদাম কর্তৃপক্ষ। জেলা প্রশাসক বললেন, সড়কটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও পৌরসভাকে জানানো হয়েছে।
জনস্বার্থ এবং খাদ্য গুদামগুলোকে ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার হবে- এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।